‘ইমরান খান কাশ্মিরকে ট্রাম্পের কাছে বিক্রি করে এসেছেন’

|

কাশ্মির নিয়ে চলমান উত্তেজনায় প্রধানমন্ত্রী ইমরান খানের কঠিন সমালোচনা করেছেন পাকিস্তানের ইসলামপন্থি দলগুলোর জোট মজলিসে মুত্তাহিদা আমলের প্রধান ও জমিয়তে উলামায়ে ইসলামের চেয়ারম্যান মাওলানা ফজলুর রহমান।

মঙ্গলবার ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ইমরান খান কাশ্মিরকে ট্রাম্পের কাছে বিক্রি করে এসেছেন এবং নিজেও যুক্তরাষ্ট্র থেকে খালি হাতে এসেছেন। খবর এক্সপ্রেস ট্রিবিউনের।

মাওলানা ফজলুর রহমান বলেন, মোদি সরকার যা করেছে তা আকস্মিক কিছু নয়। নির্বাচনের সময়ই নরেন্দ্র মোদি কাশ্মিরের সাংবিধানিক মর্যাদা বাতিলের কথা বলেছিলেন। বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতিতেও তারা বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করেছিল।

কাশ্মির ইস্যুটি এখন আন্তর্জাতিক ফোরাম থেকে বেরিয়ে গেছে মন্তব্য করে পাকিস্তানের প্রভাবশালী এ রাজনীতিবীদ বলেন, ভারত একতরফাভাবে এখন কাশ্মিরকে নিজেদের দখলে নিয়ে নিয়েছে। অথচ আমাদের সরকার এখনও বসে বসে তামাশা দেখছে।

সরকারের সমালোচনা করে পাকিস্তানের কাশ্মির কমিটির সাবেক সভাপতি আরও বলেন, কাশ্মির বিষয়ে সরকার এখনও কোনো পলিসি নির্ধারণ করেনি। সেনা কমান্ডারদের বৈঠকেও কাশ্মির নিয়ে কয়েকটি প্রস্তাবনা দেয়া হয়েছে, অথচ সরকার এখনও স্পষ্ট পদক্ষেপ নিচ্ছে না। অনির্বাচিত প্রধানমন্ত্রীও কাশ্মির ইস্যুতে চুপ রয়েছেন।

কাশ্মিরের বর্তমান সংকটের জন্য ইমরান খানকে দায়ী করে মাওলানা ফজলুর রহমান বলেন, যুক্তরাষ্ট্র সফরে গিয়ে ইমরান খান কাশ্মিরকে ট্রাম্পের কাছে বিক্রি করে এসেছেন। সিলেক্টেড প্রধানমন্ত্রী ট্রাম্পের কাছ থেকেও খালি হাতে ফিরে এসেছেন। আত্মসমর্পণ করা ইমরান খানের বংশীয় স্বভাব বলেও মন্তব্য করেন তিনি।

মাওলানা ফজলুর রহমান বলেন, এই সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়। তাই সংকটকালীন এ মুহূর্তে জনগণ এ সরকারের ওপর ভরসাও রাখতে পারছে না। আমি পাকিস্তানবাসীর কাছে আবেদন করব, আসুন আমরা এক হই। আজাদীর এ লড়াইয়ে আমাদের কাশ্মিরিদের সহায়তা করতে হবে।

কাশ্মিরি জনগণকে আমাদের আশ্বস্ত করতে হবে যে, আমরা এ সময় তাদের সঙ্গে রয়েছি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply