লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মনিরুল ইসলাম (৩৫) নামের একজনের মৃত্যু হয়েছে।
গতকাল রোববার রাতে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মনিরুল লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের কালমাটি বাগডোরা গ্রামের বাসিন্দা। তিনি ঢাকার কেরানীগঞ্জে কাপড়ের ব্যবসা করতেন।
নিহতের পারিবারিক সূত্র জানায়, ঢাকার কেরানীগঞ্জ এলাকার কাপড় ব্যবসায়ী মনিরুল ইসলাম ঢাকায় ডেংগু জ্বরে আক্রান্ত হয়েছিলেন। পরে ওখান থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে গত ৭ আগস্ট বুধবার লালমনিরহাট আসেন। ১০ আগস্ট শনিবার হঠাৎ আবারো জ্বর আসলে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি হন। সেখানে তার স্বাস্থ্যের অবনতি ঘটলে গতকাল রোববার সকালে চিকিৎসকরা তাকে আশংকাজনক অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠাতে বলেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।
লালমনিরহাট সিভিল সার্জন ডা. কাসেম আলী বলেন, গতকাল রোববার সকালে আশংকাজনক অবস্থায় দু’জনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার মধ্যে মনিরুল মারা গেছেন। এখন পর্যন্ত এ জেলার ৫ উপজেলায় মোট ৪৫ জনকে ডেঙ্গু রোগী হিসেবে সনাক্ত করা হয়েছে। তবে সবাই রাজধানী ঢাকায় আক্রান্ত হয়ে গ্রামে ফিরে হাসপাতালে ভর্তি হয়েছেন।
Leave a reply