১০০ টাকায় একটি গরুর চামড়া!

|

১০০ টাকায় একটি গরুর চামড়া! অবিশ্বাস্য হলেও সাভারের চামড়া শিল্প নগরীতেই দেয়া হয় এমন মূল্য।

এতিমখানা এবং মাদরাসা থেকে আসা চামড়া সংগ্রহ করেছে বিভিন্ন ট্যানারি। কিন্তু দর কষাকষির সুযোগ মিলছে না। একেকটি চামড়ার কতো দাম দেয়া হবেও তাও স্পষ্ট না।

ট্যানারি মালিকরা বলছেন, পুরনো মজুদ বেশি থাকায় বেধে দেয়া দামে চামড়া কেনা যাচ্ছে না।

গাজীপুর থেকে এই কার্ভাড ভ্যানে আনা এক হাজার পিস গরুর চামড়া সংগ্রহ করা হয়েছে প্রতিটি মাত্র ১০০ টাকা করে। উপায়ন্তর না পেয়ে পানির দামেই বিক্রি হলো চামড়া।

সবখানেই এমন চিত্র, চামড়া’র দাম নেই। সাভার শিল্প নগরীতে চামড়া সংগ্রহ চলছে, সেখানেও হা-হুতাশ। চামড়ার দাম নির্ধারণ করেনি ট্যানারি মালিকরা। মিলেছে বাজার মূল্যে পরিশোধের আশ্বাস।

সাভারের কয়েকটি ট্যানারি এবার চামড়া সংগ্রহ করছে না। ট্যানারি মালিকদের কাছে প্রশ্ন ছিল কেন এমন দর পতন?

চামড়া প্রক্রিয়াকরণ শুরু হলেও অবকাঠামোগত দিক দিয়ে এখনও পুরোপুরি প্রস্তুত হয়নি সাভার শিল্প নগরী। পুরোপুরি কার্যকর হয়নি পানি শোধনাগার।

অন্যদিকে, ভারী বর্জ্য শোধনের কোন ব্যবস্থা না থাকায় দুষিত হচ্ছে ধলেশ্বরী নদী।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply