কুমিল্লায় বাসের ধাক্কায় চূর্ণবিচূর্ণ সিএনজি, নিহত ৭

|

কুমিল্লা-নোয়াখালী সড়কের বাগমারায় বাস-সিএনজি সংঘর্ষে নারী ও শিশুসহ সাত জন নিহত হয়েছেন। এতে সিএনজিটি চূর্ণবিচূর্ণ হয়ে যায়।

আজ রোববার দুপুরে কুমিল্লার লালমাই এলাকায় বাগমারা জামতলী বাজারে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, কুমিল্লার লাকসাম সড়কের বাগমারা থানার দক্ষিনে ঢাকাগামী তিশা বাস এবং লাকসামগামী সিএনজির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ৫ জনের মৃত্যু হয়, পরে হাসপাতালে নেয়ার পথে আরও ২ জনের মৃত্যু হয়। আশংকাজনক অবস্থায় আছে আরো কয়েকজন।

আহতদের কুমিল্লার বিভিন্ন ক্লিনিক ও মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply