রাস্তার প্রায় ৪০০টি কুকুরকে প্রতিদিন দুপুরে মাংস-ভাত খাওয়াতে হয়। এতে করে প্রতি মাসে ব্যয় হয় প্রায় ৪০ হাজার টাকা। এভাবে কয়েকবছর ধরে প্রতিদিন কুকুরদের খাইয়ে আসছেন এক নারী।
এই কাজে প্রচুর অর্থব্যয় হচ্ছে তাই ব্যাংক থেকে ৩ লক্ষ ৩০ হাজার টাকা ঋণ নিয়ে ফেললেন সেই নারী। এখনেই তিনি থামলেন না, নিজের প্রায় ২ লক্ষ টাকার সোনার গয়নাও বেচে কুকুরদের খাওয়ার ব্যবস্থা করেন। তারপরও এই নারী পথকুকুরদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। এই নারীর বাড়ি ভারতের খড়গপুরে।
জানা যায়, নীলাঞ্জনা বিশ্বাস বড় হয়েছেন খড়গপুরে। পশু-পাখির প্রতি তাঁর ভালবাসা ছোট থেকেই। সেই ভালোবাসা থেকেই নিজের ব্যক্তিগত সঞ্চয় তিনি ব্যয় করে চলেছেন পথকুকুরদের জন্য। বাড়িতে কুকুরের রান্নার জন্য আলাদা ঘর রয়েছে। রয়েছে মাংস রাখার জন্য ফ্রিজও। এমনকি কুকুরদের চিকিৎসার দিকটি নিজেই দেখেন নীলাঞ্জনাদেবী। শুধু পশু নয়, দুঃস্থ মানুষকেও সাহায্য করেন নীলাঞ্জনাদেবী।
Leave a reply