অনেক বস হয়তো অফিসে ঘুমানোকে কাজের ফাঁকি দেয়াই মনে করবেন। কিন্তু নতুন সমীক্ষায় দেখা গেছে অফিসে ঘুমানোর সুযোগ করে দিলে কাজের মান।
টানা কাজ করতে গিয়ে ক্লান্ত হয়ে পড়ে শরীর তাই ছোট একটা পাওয়ার ন্যাপ বাড়িয়ে দেয় কাজের মান। এমনটাই মনে করছেন বেশিরভাগ ভারতীয়রা। এমনকি ঘুমের জন্য একটা ঘর রাখাও জরুরি বলে মনে করছেন অনেকেই।
wakefit.co নামে একটি অললাইন স্লিপ সলিউশনস স্টার্ট আপ এই সমীক্ষা চালায়। ১৫০০ জনের মধ্যে চালানো এই সমীক্ষায় ৭০% জানিয়েছেন যে তাঁদের অফিসের কোনও ন্যাপ রুম নেই। ৮৬% মনে করছেন যে অফিসে কিছুটা সময় ঘুমোতে পারলে কাজের মান ভালো হয়।
কাজের চাপে ঘুমের সমস্যায় ভুগছেন ৪১%। সেই কারণেই কাজের ফাঁকে পাওয়ার ন্যাপ নেওয়া জরুরি বলে জানাচ্ছেন তাঁরা।
Leave a reply