লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরে ভোক্তা অধিকার আইন অমান্য করায় চার ব্যবসা প্রতিষ্ঠানের জরিমানা করা হয়েছে। রবিবার (২৫ আগস্ট) বিকেলে পৌর শহরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রতিষ্ঠান গুলোকে সাড়ে ২২ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাহমিদা মুস্তফা।
জানা গেছে, পৌরসভার মোহাম্মদ উল্যাহ সড়কের শান্তিময় বণিক আড়তের ২০ হাজার টাকা, গেঞ্জিহাটার বণিক ভান্ডারের ৫শ’ টাকা, সোনালী স্টোর ও মাছ বাজারের মেসার্স লুৎফুর রহমান স্টোরের এক হাজার টাকা করে জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার নিশ্চিত করতে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।
Leave a reply