জেরুজালেমকে স্বীকৃতি দেয়ার পর এবার নিরাপত্তা পরিষদে ইসরায়েলের প্রতি লজ্জাজনক পক্ষপাত দেখালো ট্রাম্প প্রশাসন। এই ইস্যুতে মার্কিন নীতির নিন্দা করায় জাতিসংঘের বিরুদ্ধে ‘ইসরায়েলের বিরুদ্ধে পক্ষপাতে’র অভিযোগ তুললেন সংস্থাটিতে যুক্তরাষ্ট্রের বিশেষ প্রতিনিধি নিকি হ্যালি।
এদিকে জেরুজালেম ইস্যুতে পক্ষপাতমূলক মার্কিন নীতিতে ক্ষুব্ধ ফিলিস্তিন সরকার যুক্তরাষ্ট্রের সাথে সবধরণের আলোচনা বন্ধের ঘোষণা দিয়েছে। ফিলিস্তিনি কর্তৃপক্ষ বলেছে, এখন থেকে মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ায় মধ্যস্থতাকারীর ভূমিকায় থাকার সুযোগ নেই ওয়াশিংটনের।
জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে যুক্তরাষ্ট্রের স্বীকৃতির উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই বৃহস্পতিবার জরুরি বৈঠক ডাকে জাতিসংঘ। বৈঠকে সংস্থাটির বিরুদ্ধে ইসরায়েলের প্রতি ‘অসংযতভাবে বৈষম্যমূলক আচরণের’ অভিযোগ তুলে হ্যালি বলেন, জাতিসংঘ নিপীড়নের আন্তর্জাতিক কেন্দ্রে পরিণত হয়েছে।
তার দাবি, ট্রাম্প প্রশাসন যে কোন মূল্যে মধ্যপ্রাচ্যে শান্তি স্থাপনে শতভাগ আগ্রহী।
এরপর ইসরায়েলি প্রতিনিধি ট্রাম্পের ঘোষণাকে মধ্যপ্রাচ্য ও বিশ্বের কল্যাণে মাইলফলক হিসেবে দাবি করে বলেন, ফিলিস্তিনিদের সামনে এখন দুটো পথ খোলা; হয় তারা আন্দোলনেই মেতে থাকবে, নয়তো সমঝোতার টেবিলে বসবে।
এরকম বক্তব্যের প্রেক্ষিতে ফিলিস্তিনি প্রতিনিধি ঘোষণা দেন, মধ্যপ্রাচ্য শান্তি আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালানোর অধিকার হারিয়ে ফেলেছে যুক্তরাষ্ট্র।
Leave a reply