গাজীপুরে কিশোরকে কুপিয়ে খুন

|

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুর মহানগরের রাজদীঘির পাড় এলাকায় মঙ্গলবার দুপুরে এক কিশোরকে কুপিয়ে খুন করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম নূর ইসলাম(১৪)।

নিহত নূর শেরপুরের শ্রীবদী থানার ভায়াডাঙ্গা গ্রামের ফকির আলীর ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, ফকির আলী স্ত্রী সন্তানদের নিয়ে মহানগরের টাংকিরপাড় এলাকায় জনৈক ফরিদের বাসায় ভাড়া থাকতো। নূর ইসলাম জজকোর্ট এলাকায় চায়ের দোকানে কাজ করত। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে বাসায় খাবার খেয়ে সে রাজদীঘির উত্তর পাড়ে বসে বিশ্রাম নিচ্ছিল। এসময় কয়েক দুর্বৃত্ত এসে তাকে কুপিয়ে ফেলে রেখে পালিয়ে যায়।পরে এলাকাবাসী গুরুতর আহত নূর ইসলামকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পুলিশ খুনের কারণ জানাতে পারেনি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply