বৃষ্টির বাধায় এখনও শুরু হয়নি চতুর্থ দিনের খেলা। আগের দিন আলোর স্বল্পতার কারণে খেলা দ্রুত শেষ হওয়ায় আজ ২০ মিনিট আগে খেলা শুরু হবার কথা ছিলো। তবে আপাতত বৃষ্টি না থাকায় পিচ কাভার তুলে নেয়া হয়েছে।
সকাল ১০ টা পাঁচ মিনিটে মাঠ পরিদর্শনে যান দুই আম্পায়ার। এই মুহুর্তে বৃষ্টি না থাকলেও দিনভর কয়েকদফা বৃষ্টির সম্ভাবনা আছে।
এর আগে চট্টগ্রাম টেস্টের তৃতীয়দিন শেষে পরাজয়ের হুমকিতে বাংলাদেশ। দিনশেষে ৮ উইকেটে ২৩৭ রান তুলেছে আফগানিস্তান, সবমিলে ৩৭৪ রানে এগিয়ে রশিদ খানের দল।
তৃতীয় দিন সকালে স্কোর বোর্ডে মাত্র ১১ রান যোগ করতেই অলআউট বাংলাদেশ। ২০৫ রানে শেষ হয় বাংলাদেশের প্রথম ইনিংস। ৪৮ রানে অপরাজিত থাকেন মোসাদ্দেক, ৫ উইকেট শিকার করেন রশিদ খান। ১৩৭ রানের লিড নিয়ে তৃতীয়দিন শেষে দ্বিতীয় ইনিংসে, ৮ উইকেটে ২৩৭ রান তুলেছে আফগানিস্তান। ইব্রাহিম জাদরান খেলেছেন ৮৭ রানের ইনিংস। সাকিব নিয়েছেন তিন উইকেট।
Leave a reply