বহু কারণেই নিজেকে নোবেল শান্তি পুরস্কার পাওয়ার দাবিদার মনে করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সাথে বৈঠকে এ কথা বলেন স্বয়ং ট্রাম্প।
ট্রাম্প বলেন, আমার মনে হয় অনেক কারণেই আমি নোবেল পুরস্কার পেতে পারি। নিরপেক্ষভাবে দেয়া হলে পুরস্কারটি অবশ্যই আমি পাবো। অবশ্য এ ব্যাপারে নিরপেক্ষ নয় নোবেল কমিটি। তারা বারাক ওবামাকে শান্তি পুরস্কার দিয়েছে। যিনি নিজেই জানেন না কেনো পুরস্কারটি পেলেন! আর আমিও সে বিষয়ে একমত!
বিশেষ করে সিরিয়া ও উত্তর কোরিয়া ইস্যুতে এ সম্মান তার প্রাপ্য বলে জানান তিনি। তবে নোবেল কমিটি তার কাজের স্বীকৃতি দেবে না বলেও আক্ষেপ জানান।
Leave a reply