‘সৌদি আরবে নারী শ্রমিক নির্যাতন ও হত্যা রোধে সরকার চেষ্টা চালাচ্ছে’

|

সৌদি আরবে নারী শ্রমিক নির্যাতন ও হত্যা রোধে সরকার সব ধরনের প্রচেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ।

নারী কর্মীদের নির্যাতনের বিষয়ে সৌদি আরবের আইনে হস্তক্ষেপের সুযোগ নেই। তবে কুটনৈতিক তৎপরতার মাধ্যমে সমস্যা সমাধনে উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান মন্ত্রী।

আজ বুধবার দুপুরে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা বলেন ইমরান আহমদ।

মন্ত্রী এসময় আরও বলেন, সম্প্রতি এ বিষয়ে সৌদি সরকারের সাথে আলোচনা হয়েছে। আগামী নভেম্বরে সৌদি আরব সফরে এসব সমস্যা নিয়ে ফের সেদেশের সরকারের সাথে কথা বলবেন তিনি।

সমস্যা সৃষ্টির জন্য অনেক রিক্রুটিং এজেন্সি নারী কর্মীদের বয়স জালিয়াতিকে দায়ী করে মন্ত্রী বলেন, এসব বন্ধে উদ্যোগ গ্রহণ করা হবে।

সম্প্রতি সৌদিআরবে নির্যাতনে নিহত মানিকগঞ্জের একজন নারী গৃহকর্মীর লাশ দেশে ফেরানোর ব্যাপারে তিনি জানান, সেখানে আইনী জটিলতা রয়েছে,তা সমাধান হয়ে গেলে লাশ ফিরিয়ে আনা সম্ভব বলেও জানান তিনি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply