৬০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ঝড় ‘হাগিবিস’ এর আঘাতে লণ্ডভণ্ড জাপানের দক্ষিণ-পূর্বাঞ্চল। টোকিও’র পাশ্ববর্তী কয়েকটি এলাকায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ জনে। আহত অর্ধশতাধিক মানুষ; নিখোঁজ রয়েছেন ১৭ জন।
শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে, ঘণ্টায় ২২৫ কিলোমিটার গতিতে জাপানের মূল ভূখণ্ডে আঘাত হানে সুপার টাইফুনটি। এর প্রভাবে রাজধানীসহ আশপাশের এলাকাগুলোতে দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে।
২৪ ঘণ্টায় বিভিন্ন এলাকায় ৯৪০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। দেখা দিয়েছে বন্যা পরিস্থিতি। উদ্ধারকাজে যোগ দিয়েছে সেনাবাহিনী। টোকিওসহ ১২টি প্রশাসনিক এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে আবহাওয়া বিভাগ। বন্ধ রয়েছে দোকানপাট, কারখানা ও সাবওয়ে। বাতিল করা হয়েছে কমপক্ষে ১৬শ’ ফ্লাইট। বন্যা ও ভূমিধসের শঙ্কায় আগেই এলাকা ছাড়ার নির্দেশ দেয়া হয় ৬০ লাখের বেশি বাসিন্দাকে।
Leave a reply