বিবিসির বর্ষসেরা ক্রীড়াব্যক্তিত্ব মো ফারাহ

|

বিবিসির বর্ষসেরা ক্রীড়াব্যক্তিত্ব নির্বাচিত হয়েছেন অ্যাথলেট মো ফারাহ। ১০ হাজার মিটার দৌড়ে বিশ্ব চ্যাম্পিয়ন এই অ্যাথলেট। চলতি বছরের আগস্টে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে এই ইভেন্টে ৩য়বারের মতো স্বর্ণ জেতেন ফারাহ। আর ৫ হাজার মিটারে জেতেন রৌপ্য। ২০১১ সালেও পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় নাম থাকলেও সেবার তা জিততে পারেননি তিনি। এবার মো ফারাহ মোট ভোট পান ৮৩ হাজার ৫২৪টি। ২ হাজার ৯৫৭টি ভোট কম পেয়ে পরের অবস্থানে ছিলেন তিনবারের ওয়ার্ল্ড সুপারবাইক চ্যাম্পিয়ন জোনাথন রিয়া। তরুণ ক্রীড়া ব্যক্তিত্বের পুরস্কার পেয়েছেন ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার ফিল ফোডেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply