‘একজন সংসদ সদস্যের কথায় দুদক চেয়ারম্যানের পদত্যাগের প্রশ্নই ওঠে না’

|

বেসিক ব্যাংক কেলেঙ্কারির ঘটনায় সাবেক চেয়ারম্যান আবদুল হাই বাচ্চুর বিরুদ্ধে দুর্নীতির কোনো তথ্য প্রমাণ না থাকায় কোনো ব্যবস্থা নেয়া যাচ্ছে না বলে জানিয়েছেন দুদক সচিব মুহম্মদ দিলোয়ার বখত। তিনি আরও বলেন, একজন সংসদ সদস্যের কথায় দুদক চেয়ারম্যানের পদত্যাগের প্রশ্নই ওঠে না।

সকালে সেগুনবাগিচায় সাংবাদিকদের তিনি বলেন, মামলার তদন্ত প্রতিবেদন শিগগিরই দেয়া সম্ভব নয় । গতকাল বেসিক ব্যাংক কেলেঙ্কারি মামলায় সাবেক চেয়ারম্যান আবদুল হাই বাচ্চুকে আসামি না করায় ক্ষোভ জানান সরকার দলীয় এমপি ব্যারিস্টার ফজলে নূর তাপস। এই ইস্যুতে তদন্ত দুদক সচিব জানান, তদন্ত করে তদন্তকারী কর্মকর্তা, এখানে চেয়ারম্যানের পদত্যাগের প্রশ্ন আসে না। বেসিক ব্যাংক থেকে জালিয়াতির মাধ্যমে প্রায় সাড়ে চার হাজার কোটি টাকা আত্মসাৎ করে একটি চক্র। জালিয়াতির ঘটনায় ৬১টি মামলা হলেও কোনো মামলাতেই আসামি নন, সাবেক চেয়ারম্যান বাচ্চু।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply