‘মাদক সম্রাটের ছেলেকে ছেড়ে দেয়ার সিদ্ধান্ত সঠিক ছিলো’

|

মেক্সিকোর মাদক সম্রাট এল চ্যাপোর ছেলেকে ছেড়ে দেয়ার সিদ্ধান্ত সঠিক ছিল। শুক্রবার এ দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ।

তিনি বলেন, ওভিডিও গুজম্যানকে আটকের পরও ছেড়ে দেয়ার কারণে বিপুল প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে। এক্ষেত্রে নিরাপত্তা বাহিনীর কৌশলে কোনো ভুল ছিল না বলেও দাবি করেন তিনি। বৃহস্পতিবার এল চ্যাপোর ছেলে ওভিডিও গুজম্যানকে আটকের পর কুলিয়াক্যান শহরে ব্যাপক তাণ্ডব চালায় তার অনুসারী চোরাকারবারীরা। শহর জুড়ে ভাঙচুর ও গাড়িতে অগ্নিসংযোগ করে তারা। নিরাপত্তা বাহিনীর সাথে কয়েক ঘণ্টা ধরে চলে বন্দুকযুদ্ধ। প্রাণ যায় কমপক্ষে ৮ জনের। আহত অন্তত ১৬। চরম অস্থিতিশীল হয়ে ওঠে পরিস্থিতি। এক পর্যায়ে পুলিশের গাড়ি ঘিরে ফেলে হামলাকারীরা। বাধ্য হয়েই ছেড়ে দেয়ার সিদ্ধান্ত হয় ওভিডিওকে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply