তিন জেলায় সড়ক দুর্ঘটনায় মারা গেলেন ৪ জন। এরমধ্যে হবিগঞ্জের বাহুবলে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজনের মৃত্যু হয়েছে। ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবলের মৌচাক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ঢাকাগামী একটি পাথরবোঝাই ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিলেটগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিলেটগামী ট্রাকের চালক ও হেল্পারের মৃত্যু হয়। দুই জনের মরদেহ উদ্ধার করে নেয়া হয়েছে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানায়। নিহত ট্রাক চালক বাবু মিয়া ও হেল্পার রহমত আলীর বাড়ি চাঁপাইনবাবগঞ্জে।
সংঘর্ষের পর পালিয়ে যায় ঢাকাগামী ট্রাকের চালক। এদিকে ফরিদপুর ও মৌলভীবাজারে সড়কে প্রাণ গেল আরও দুই জনের।
Leave a reply