১১ দফা দাবিতে ক্রিকেটারদের আন্দোলনে যাওয়ার বিষয়টিকে সহজভাবে নিতে পারছেন না বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। বলেন, ওরা আমাদের সাথে কোনো ধরনের আলাপ করেনি। কারণ ওরা জানে, ওরা চাইলেই আমরা দাবি মেনে নিবো।
মঙ্গলবার দুপুরে জরুরি বোর্ড সভা শেষে পাপন বলেন, ওরা কোনো ধরনের যোগাযোগ করছে না। এখনও কোনো যোগাযোগ করেনি। এমন কি আমাদের এখান থেকে ফোন দেয়া হলে সেটিও কেটে দিচ্ছে।
তিনি মনে করেন বাংলাদেশ ক্রিকেটের বিরুদ্ধে একটি মহল ষড়যন্ত্র করছে। কয়েকদিন পরেই তাদের মুখোশ উন্মোচিত হবে। এর সাথে কয়েকজন খেলোয়াড় যুক্ত থাকতে পারে বলে ধারণা তার। তবে, সবাই যে এসব বুঝে আন্দোলনে গেছে এমনটাও মনে করেন না তিনি।
পাপন বলেন. ওদের সাথে আমার দল নির্বাচন থেকে শুরু করে সবকিছু নিয়েই আলাপ হয়। আমার কাছে সবসময় ওদের অ্যাক্সেস আছে। আমার তো দূরে থাক মাননীয় প্রধানমন্ত্রীর কাছেও ওদের অ্যাক্সেস আছে। ওরা কখনও বলতে পারবো আমার কাছে কিছু চেয়েছে পায়নি। ২৪ কোটি টাকা আমরা ওদের বোনাস দিয়েছি। কী পরিমাণ ফ্যাসিলিটিজ আমরা ওদের দিয়েছি এটা কেউ বিশ্বাস করতে পারে! টাকার জন্য ওরা খেলা বন্ধ করে দেবে!
Leave a reply