জম্মু-কাশ্মিরের নিয়ন্ত্রণ রেখা বরাবর পুঞ্চ এলাকায় ভারতীয় সেনাবাহিনীর একটি হেলিকপ্টার আছড়ে পড়েছে। বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে। খবর ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকার।
বিধ্বস্ত হওয়া ওই হেলিকপ্টারে ভারতীয় সেনাবাহিনীর নর্দান কমান্ডার রবীন সিংহসহ সাত উচ্চপদস্থ অফিসার ছিলেন। তবে তারা সবাই অক্ষত রয়েছেন।
যান্ত্রিক ত্রুটির কারণে হেলিকপ্টারটি ভেঙে পড়েছে বলে প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে বলে জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী।
গত ২৭ সেপ্টেম্বর সামরিক প্রশিক্ষণের সময়ই ভূটানে ভেঙে পড়ে ভারতীয় সেনাবাহিনীর একটি হেলিকপ্টার। এতে ঘটনাস্থলেই দুই পাইলটের প্রাণহানি ঘটেছে।
Leave a reply