ব্রহ্মপুত্র, তিস্তা ও ধরলাসহ প্রধান নদ-নদীর পানি কমতে থাকায় দেশের উত্তরাঞ্চলের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে, পদ্মা-যমুনার পানিতে মধ্যাঞ্চলে প্লাবিত হয়েছে নতুন নতুন এলাকা।
যমুনার পানি আরিচা পয়েন্টে ২ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৭৩ সেন্টিমিটার উপর দিয়ে বইছে। মানিকগঞ্জের ঘিওর, হরিরামপুরসহ ৪ উপজেলার বিস্তীর্ণ এলাকায় পানিবন্দি মানুষের দুর্ভোগ বেড়েছে। শরীয়তপুরের সুরেশ্বর পয়েন্টে পদ্মার পানি বিপৎসীমা অতিক্রম করেছে। নড়িয়া ও জাজিরায় প্লাবিত হয়েছে নতুন নতুন এলাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে নতুন করে পানি ঢুকেছে শতাধিক গ্রাম। ঢাকার দোহারের নয়াবাড়ী, মাহমুদপুর ও বিলাসপুর ইউনিয়নের বেশিরভাগ এলাকার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। জামালপুরের বাহাদুরাবাদ পয়েন্টে যমুনার পানি ২২ সেন্টিমিটার কমে বিপৎসীমার ১০২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
বিশুদ্ধ পানি ও খাবার সংকটে পানিবন্দি লাখ লাখ মানুষ। ব্রহ্মপুত্র, তিস্তা, ধরলা ও পুনর্ভবা নদীর পানি কমায় দিনাজপুর কুড়িগ্রাম, গাইবান্ধার বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে।
যমুনা অনলাইন/এফকে
Leave a reply