রংপুর সিটি করপোরেশন নির্বাচনে বিভিন্ন কেন্দ্রে সকাল ৮টা থেকে ভোট দিচ্ছেন সাধারণ ভোটাররা। এখন পর্যন্ত কোনো অনাকাঙ্খিত ঘটনার খবর পাওয়া যায়নি।
বিকাল ৪টা পর্যন্ত চলব ভোটগ্রহণ। নির্বাচন সুষ্ঠু করতে সর্বাত্মক চেষ্টা করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
রংপুরে এবার মেয়রপদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৭ জন প্রার্থী। এছাড়া সাধারণ কাউন্সিলর পদে ২১১ জন এবং সংরক্ষিত ১১টি ওয়ার্ডে ৬৫ জন নারী কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
২০৩ বর্গ কিলোমিটার আয়তনের রংপুর সিটিতে মোট ভোটার ৩ লাখ ৯৩ হাজার ৯৯৪ জন। ৩৩টি ওয়ার্ডে ১৯৩টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ। নির্বাচনে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় র্যাব-পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সাড়ে ৫ হাজার সদস্য মোতায়েন থাকবে।
Leave a reply