বড় দুই দলের স্বার্থের রাজনীতি জনগণ ভালোভাবে নিচ্ছে না। জাতীয় পার্টি এর পরিবর্তন করতে চায় বলে জানিয়েছেন দলের চেয়ারম্যান জি এম কাদের।
দুপুরে, জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় সম্মেলনে তিনি একথা বলেন।
এসময়, ছাত্র সংগঠনগুলো রাজনৈতিক দলগুলোর লাঠিয়াল বাহিনীতে পরিণত হয়েছে উল্লেখ করে জি এম কাদের বলেন, ছাত্র সংগঠনের পুরনো ঐতিহ্য ফিরিয়ে আনতে চায় জাপা।
সম্মেলনে ছাত্র সমাজকে ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তুলতে কাজ করার নির্দেশ দিয়ে জাপা চেয়ারম্যান বলেন, নির্যাতিত সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় ছাত্রদের কাজ করতে হবে।
Leave a reply