বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিনা চিকিৎসায় হত্যার পরিকল্পনা করছে সরকার। আবারও এমন অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবীর রিজভী।
আজ বৃহস্পতিবার নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক প্রেসব্রিফিং তিনি বলেন, খালেদা জিয়া অনেক দিন থেকেই ভীষণ অসুস্থ্য, তাঁর স্বাস্থ্য নিয়ে পরিবার ও দেশবাসী উদ্বিগ্ন।
গত এক সপ্তাহ ধরে কোন চিকিৎসক যাচ্ছেন না অভিযোগ করে রিজভী বলেন, খালেদা জিয়ার আঙ্গুল বেকে গেছে, এমনকি নিজের হাতে তিনি কিছু খেতেও পারছেন না।
এসময় অবিলম্বে, জনগনের সামনে বিএনপি চেয়ারপারসনের শরীরের সবশেষ অবস্থা জানানো আহ্বান জানান তিনি। খালেদা জিয়াকে মুক্তি দিয়ে সংকট নিরসনে জাতীয় সংলাপের আহ্বানও জানান তিনি।
Leave a reply