সংবিধান সংস্কারে নতুনভাবে গণভোটের ঘোষণা দিলো চিলি। দফায়-দফায় সমঝোতা আলোচনা শেষে, এপ্রিলে ভোটগ্রহণে সম্মত হয় সবপক্ষ।
শুক্রবার মধ্যরাতে সই হয় ‘শান্তি ও নতুন সংবিধান’ প্রণয়নে চুক্তিপত্র।
এসময়, দেশে স্থিতাবস্থা ফেরাতে সব রাজনৈতিক দল একযোগে কাজ করার প্রতিশ্রুতি দেয়। গণভোটে চিলির জনগণকে নতুন সংবিধানের পক্ষে-বিপক্ষে ভোট দিতে হবে। ফলাফলের ওপর নির্ভর করবে স্বৈরাচারী জেনারেল অগুস্তো পিনোশের প্রণীত সংবিধান সংস্কার খসড়ার কাজ।
সংবিধান চূড়ান্তে, দ্বিতীয় গণভোট হবে ২০২০ সালের অক্টোবরে। গেলো এক মাসে, সরকার বিরোধী বিক্ষোভ-সহিংসতায় প্রাণ গেছে কমপক্ষে ২০ জনের। জরুরি অবস্থা জারি ও সেনা মোতায়েনে বাধ্য হন প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনেরা।
Leave a reply