স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রেন দুর্ঘটনায় কারণ অনুসন্ধানের গঠিত জেলা প্রশাসন ও রেল বিভাগের পশ্চিমাঞ্চল জোনের দুটি পৃথক তদন্ত কমিটি তাদের তদন্ত কাজ শুরু করেছে।
সোমবার সকালে জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ফিরোজ মাহমুদ এর নেতৃত্বে ৫ সদস্যের তদন্ত কমিটি দুর্ঘটনা কবলিত স্থান উল্লাপাড়া স্টেশন এলাকা পরিদর্শন করেন। এসময় তদন্ত কমিটির সদস্যরা ক্ষতিগ্রস্ত রেল লাইন এবং রেলের বগি ও ইঞ্জিন ঘুরে ঘুরে দেখেন। পরে স্টেশনের কর্মকর্তা ও স্থানীয়দের সাক্ষ্য গ্রহণ করেন।
পরে রেল বিভাগের পক্ষ থেকে গঠিত পশ্চিমাঞ্চল রেলের রাজশাহী জোনের ৪ সদস্যের আরো একটি তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করে।
উল্লেখ্য গত ১৪ নভেম্বর দুপুরে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার উল্লাপাড়া স্টেশন এলাকায় ঢাকা থেকে রংপুরগামী রংপুর এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ ৮ টি বগি লাইনচ্যুত হয় আগুন ধরে যায় ৩ টি বগিতে। এঘটনায় আহত হয় ৫ জন।
Leave a reply