সড়ক পরিবহন আইনে অসঙ্গতি থাকলে তা যাচাই-বাছাই করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ।
সকালে রাজারবাগ পুলিশ লাইনসে ট্রাফিক সচেনতামূলক পক্ষ ২০১৯’র উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।
মন্ত্রী জানান, শ্রমিকদের ৯ দফা দাবি সড়ক পরিবহন মন্ত্রীর কাছে পাঠানো হয়েছে। নিয়ম মেনেই তা পর্যালোচনা করে দেখার আশ্বাস দেন তিনি। আইন যথাযথভাবে মানলে সড়ক দুর্ঘটনা অনেকাংশে কমে যাবে বলেও মন্তব্য করেন তিনি। ৫ ডিসেম্বর পর্যন্ত চলবে ট্রাফিক সচেতনতা পক্ষ।
Leave a reply