উত্তর কোরিয়ার পরমাণু নিরস্ত্রীকরণে আলোচনার সুযোগ হারিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের সাথে শান্তি আলোচনা আর দীর্ঘায়িত করবে না পিয়ংইয়ং। শনিবার এ কথা জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত উত্তর কোরীয় প্রতিনিধি।
তিনি বলেন, আলোচনার জন্য বেঁধে দেয়া সময় শেষ হয়ে গেলেও সম্পর্কোন্নয়নে কার্যকর কোনো ব্যবস্থা নিতে পারেনি মার্কিন প্রশাসন। প্রতিক্রিয়ায়, ২০২০ সালের নির্বাচনকে সামনে রেখে ব্যস্ততার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দাবি করেন, উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতার সাথে সুসম্পর্ক আর চুক্তি চেয়েছিলেন তিনি। কিন্তু কিম জং উনেরও প্রেসিডেন্ট নির্বাচনের জটিলতা বোঝা উচিত। পূর্ণাঙ্গ পরমাণু নিরস্ত্রীকরণের বিনিময়ে অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার ইস্যুর দ্বন্দ্বে থমকে যায় ওয়াশিংটন-পিয়ংইয়ং আলোচনা।
Leave a reply