রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি মেরাজ, সম্পাদক আবদুল ওয়াদুদ

|

রাজশাহী ব্যুরো
রাজশাহী জেলা আওয়ামী লীগের সম্মেলন শেষে নতুন নেতৃত্বে এসেছেন দুই সাবেক সংসদ সদস্য। সভাপতি হিসেবে এসেছেন মেরাজ উদ্দিন মোল্লা ও সাধারণ সম্পাদক হয়েছেন কাজী আবদুল ওয়াদুদ দারা।
এই দুজনই গত সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন চেয়েও পাননি। কিন্তু রোববার সম্মেলনের কাউন্সিল অধিবেশনে দলীয় সভানেত্রীর সঙ্গে কথা বলে কেন্দ্রীয় সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম জেলা আওয়ামী লীগের নতুন নেতা হিসেবে তাদের নাম ঘোষণা করেন।
এর আগে অধিবেশনের শুরুতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রার্থী হওয়া ৯ নেতা একমত হয়ে নেতৃত্ব নির্বাচনের সিদ্ধান্ত দলীয় প্রধানের হাতে ছেড়ে দেন। কাউন্সিলররাও একই সিদ্ধান্ত দেন।

ঘোষিত কমিটিতে লায়েব উদ্দিন লাবলু ও আয়েন উদ্দিন এমপিকে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে স্থান দেয়া হয়। পূর্ণাঙ্গ কমিটি গঠনের ভার দেয়া হয় নতুন নেতৃত্বের ওপর।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply