এদিকে ভিপি নূর ও তার সহযোগীদের ওপর হামলার বিচার দাবিতে মানববন্ধন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দলের শিক্ষকরা।
আজ মঙ্গলবার দুপুরে অপরাজেয় বাংলার পাদদেশে মানববন্ধন করেন তারা।
মানববন্ধনে বলা হয়, শিক্ষা প্রতিষ্ঠানগুলো সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত হয়েছে। বক্তারা বলেন, ক্যাম্পাসগুলোতে সরকারি মদদে দুষ্টু রাজনীতি চলছে, নেই শিক্ষার্থীদের নিরাপত্তা।
নুরের ওপর হামলার ঘটনাকে ন্যাক্কারজনক উল্লেখ করে সাদা দলের শিক্ষকরা বলেন, এ হামলার প্রতিবাদ না করা শিক্ষকদের জন্যেও লজ্জার।
Leave a reply