ঢাকার দুই সিটিতে চূড়ান্ত প্রার্থীদের নাম কাল ঘোষণা করবে আ’লীগ

|

ঢাকার দুই সিটিতে মেয়র ও কাউন্সিলর পদে চূড়ান্ত প্রার্থীদের নাম কাল ঘোষণা করবে আওয়ামী লীগ। আজ শনিবার রাতে গণভবনে মনোনয়ন বোর্ডের সভা হলেও, মেয়র প্রার্থীদের নাম ঘোষণা হয়নি।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, প্রার্থী চূড়ান্ত করেছে দল। তবে আনুষ্ঠানিকভাবে নাম ঘোষণা হবে কাল।

তিনি বলেন, যারা মনোনয়ন প্রত্যাশী তাদের সম্পর্কে বিভিন্ন মাধ্যম থেকে খবর নিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সবকিছু তদন্ত করেই প্রার্থী নির্বাচন করা হয়েছে।

জানা গেছে, উত্তরে বর্তমান মেয়র আতিকুল ইসলামই পাচ্ছেন মনোনয়ন। তবে, দক্ষিণে বাদ পড়ছেন, সাঈদ খোকন। আলোচনায় আছে শেখ ফজলে নূর তাপসের নাম।

এবার মেয়র পদে আওয়ামী লীগের ৩০ জন দলীয় আবেদন ফরম সংগ্রহ করেন। ১৭২টি কাউন্সিলর পদের জন্য ফরম কিনেছেন ১ হাজার ৩০৯ জন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply