স্টাফ রিপোর্টার, মাদারীপুর
মাদারীপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতের বিচারক শহিদুল ইসলামের সামনে দুই আইনজীবী সহকারীর মারামারির ঘটনায় দুইজনকে কারাদণ্ড দিয়েছেন আদালত।
জানা গেছে, মাদারীপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতের বিচার চলাকালে সোমবার দুপুরে আইনজীবীর সহকারী ফরহাদুল ইসলাম (ওবায়দুল) ও দেলোয়ার হোসেন মারামারি করেন। এসময় আদালতের বিচারকের নির্দেশে দুজনকে আটক করা হয়। পরে আদালতের বিচারক শহিদুল ইসলাম আইনজীবীর সহকারী ফরহাদকে ১০ দিন ও দেলোয়ার হোসেনকে ৭ দিনের কারাদণ্ড দেয়।
মাদারীপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতের পেশকার বেলাল হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুজনকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Leave a reply