লিবিয়ায় যুদ্ধ পরিস্থিতি তৈরির চেষ্টা চালাচ্ছে তুরস্ক, দাবি হাফতারের

|

লিবিয়ায় যুদ্ধ পরিস্থিতি তৈরির চেষ্টা চালাচ্ছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। ত্রিপোলিতে সেনা মোতায়েনের সিদ্ধান্তের প্রতিবাদে এ মন্তব্য করেন লিবিয়ান ন্যাশনাল সেনা কমান্ডার খলিফার হাফতার।

শুক্রবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, লিবিয়ায় ফের গৃহযুদ্ধ চায় তুরস্ক। তবে, সেনা মোতায়েনের মুখ্যম জবাব দিতে হাফতার বাহিনী প্রস্তুত বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। খলিফার হাফতার বলেন, আঙ্কারা চাইলে তাদের বিরুদ্ধে যুদ্ধ করতেও প্রস্তুত তার বাহিনী। এদিকে, তুর্কি পার্লামেন্টে সেনা মোতায়েনের প্রস্তাব পাসের প্রতিবাদে দেশটির পূর্বাঞ্চলের বিভিন্ন শহরে বিক্ষোভ করেছে হাজার হাজার মানুষ। লিবিয়ায় জাতিসংঘ সমর্থিত সরকারকে সহায়তায় গেলো মাসে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেয় তুরস্ক। এর পর থেকেই চলছে উত্তেজনা।

লিবিয়ান ন্যাশনাল সেনা কমান্ডার খলিফার হাফতার বলেন, সেনা সহায়তা চেয়ে তুরস্কের সাথে করা চুক্তি লজ্জাজনক। তবে লিবিয়ার মাটিতে কারও পক্ষপাতিত্ব হস্তক্ষেপ মেনে নেয়া হবে না। প্রয়োজনে তুরস্কের সাথে যুদ্ধ করতেও প্রস্তুত আমরা। তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করছি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply