যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনার মধ্যে পারস্য উপসাগরে ভারতের যুদ্ধজাহাজ

|

মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর পারস্য উপসাগরীয় এলাকায় যুদ্ধজাহাজ মোতায়েন করেছে ভারত। ভারতীয় একজন কর্মকর্তা জানিয়েছেন, যেকোনো উদ্ভূত পরিস্থিতিতে সাড়া প্রদানের জন্য তাদের এই প্রস্তুতি। সূত্র: এনডিটিভি।

ভারতের নৌবাহিনী বলছে, নিজেদের উপস্থিতি জানান দিতে ও সমুদ্র বাণিজ্যের নিশ্চয়তা প্রদানে তারা যুদ্ধজাহাজ ও যুদ্ধবিমান মোতায়েন করেছে। যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনার মধ্যে যেকোনো উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় তাদের এই প্রস্তুতি।

এদিকে কূটনৈতিক সূত্রের বরাতে আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, আমেরিকার প্রতি বিশ্বস্ত থেকেও ইরানকে চটাতে চাইছে না ভারত। চাবাহার বন্দরে বিপুল বিনিয়োগ, ইরানের সহায়তায় পাকিস্তানকে এড়িয়ে আফগানিস্তানসহ পশ্চিম এশিয়ার বাণিজ্যিক যোগাযোগ বাড়ানো, পরে ফের তেল আমদানির রাস্তা খুলে রাখার মতো বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারতের কাছে।

এ প্রেক্ষিতে নয়া দিল্লিকে তেহরানের কাছ থেকে দূরে রাখাটা যুক্তরাষ্ট্রের কাছে গুরুত্বপূর্ণ বলে মনে করছে বিশ্লেষকরা। যদিও যুক্তরাষ্ট্রের সে অভিপ্রায় বাস্তবায়ন হওয়াটা কঠিন হবে বলেই মনে করেন তারা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply