যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে প্রশিক্ষণরত সৌদি আরবের বেশ কয়েকজন সেনাসদস্যের প্রশিক্ষণ বাতিল করেছে যুক্তরাষ্ট্র। খবর সিএনএন ও নিউইয়র্ক টাইমস’র।
মূলত গত বছরের ৬ ডিসেম্বর ফ্লোরিডার নৌঘাঁটিতে বিমানবাহিনীর সেকেন্ড লেফটেন্যান্ট মোহাম্মেদ সায়ীদ আলশামরানি (২১) দ্বারা সেনাসদস্যদের উপর বন্দুক হামলার পরই পেন্টাগন এ সিদ্ধান্ত নেয়। এসময় মার্কিন সেনাদের পাল্টা গুলিতে নিহত হয় বন্দুকধারী সায়ীদ আলশামরানিও।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, বহিষ্কৃত এসব সৌদি সেনার বিরুদ্ধে উগ্রবাদী আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে।
মার্কিন প্রতিরক্ষা দফতরের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল রবার্ট কারভার বলেন, পেনসাকোলা বিপর্যয়ের পর একটি পর্যালোচনা চালিয়ে সৌদি আরবের বিদেশি সামরিক শিক্ষার্থীদের প্রশিক্ষণ কর্মসূচি সীমিত করে প্রতিরক্ষা দফতর। এছাড়া বিদেশি শিক্ষার্থী নির্বাচন প্রক্রিয়া জোরালো করা হচ্ছে।
তিনি বলেন, ‘সেই প্রশিক্ষণ এখনও স্থগিত আছে আর আমরা নতুন পরীক্ষা এবং নিরাপত্তা ব্যবস্থা বাস্তবায়ন করছি।’
Leave a reply