বহির্বিশ্বের সঙ্গে দেশের বাণিজ্য ঘাটতি বেড়েই চলেছে। চলতি অর্থবছরের পাঁচ মাসে পণ্য বাণিজ্য ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ৬৬৮ কোটি ডলার। এটি গত অর্থবছরের একই সময়ের চেয়ে প্রায় তিন কোটি ডলার বেশি। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে। ধারাবাহিক রপ্তানি আয় কমে যাওয়ার কারণেই বাণিজ্যঘাটতি বাড়ছে।
আমদানি ব্যয় নেতিবাচক ধারায় নামার পরও কোনো উন্নতি হচ্ছে না। দীর্ঘদিন ধরেই আমদানি ব্যয়ও নিম্নমুখী রয়েছে। আর চলতি অর্থবছরের আগস্ট থেকে এটি নেতিবাচক ধারায় নেমেছে। এর পরও বাড়ছে বাণিজ্যঘাটতি। তবে রেমিট্যান্স বাড়ছে। এদিকে রপ্তানি পরিস্থিতির উন্নতি না হওয়ায় বৈদেশিক লেনদেনের চলতি হিসাবের ভারসাম্যে এখনো বড় ধরনের ঘাটতি রয়েছে। অর্থবছরের প্রথম পাঁচ মাসে চলতি হিসাবের ভারসাম্যে ১০৯ কোটি ডলারের ঘাটতি রয়েছে। গত অর্থবছরের একই সময়ে এই ঘাটতির পরিমাণ ছিল ২৪২ কোটি ডলার। গেল ৫ মাসে দেশে সরাসরি নিট বিদেশি বিনিয়োগ এসেছে ১১২ কোটি ডলার, যা গত অর্থবছরের চেয়ে বেড়েছে সাড়ে ৩ শতাংশ।
Leave a reply