আড়াই বছর ধরে তুরস্কে নিষিদ্ধ ছিল উইকিপিডিয়া। দেশটির আদালত এ নিষেধাজ্ঞাকে ‘অসাংবিধানিক’ বলে রায় দেয়ায় তা তুলে নিয়েছে দেশটির সরকার।
মার্কিন গণমাধ্যম নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৭ সাল থেকে তুরস্কে এই অনলাইনভিত্তিক জ্ঞানকোষটি নিষিদ্ধ ছিল। তুরস্ক সরকারের সাথে সিরিয়ার বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী ও রাষ্ট্রীয় মদদপুষ্ট বাহিনীর সম্পর্ক নিয়ে উইকিপিডিয়াতে তথ্য ছিল। তুরস্ক সরকারের চাপের মুখেও তারা সেটি প্রত্যাহার করে নিতে অস্বীকৃতি জানায়। একারণেই জোটে নিষেধাজ্ঞা।
চীন বাদে তুরস্কই পৃথিবীর একমাত্র দেশ যারা উইকিপিডিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। মানবাধিকার সংগঠনগুলো বরাবরই তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের বিরুদ্ধে মত প্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপের অভিযোগ করে এসেছে। বিশেষ করে ২০১৬ সালে দেশটিতে একটি সামরিক অভ্যুত্থান ব্যর্থ হওয়ার পর সেখানে সরকার সমালোচকদের বিরুদ্ধে ব্যাপক ধরপাকড় শুরু হয়। গণমাধ্যম ও মত প্রকাশের স্বাধীনতার ওপর নেমে আসে খড়্গহস্ত।
আইনের অধ্যাপক ইয়ামান আকদেনিজ উইকিপিডিয়ার নিষেধাজ্ঞার বিরুদ্ধে আইনি লড়াইয়ে সহায়তা করেছেন। তিনি জানান, দেশটিতে এখনও ১০ হাজারের বেশি সাইট ব্লক করে রাখা হয়েছে বলে জানিয়েছেন
উল্লেখ্য, ২০১৪ সালে তুরস্ক সরকার ইউটিউব ও টুইটারের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করেছিল। কিন্তু দেশটির আদালত তখন ত্বরিত পদক্ষেপ নেয় এবং একে ‘অসাংবিধানিক’ ঘোষণা করে।
Leave a reply