স্বরসতী পূজার দিন নির্বাচন হলে হিন্দু ভোটারদের ভোট কেন্দ্রে না যাওয়ার আহ্বান জানিয়েছে জাতীয় হিন্দুজোট। সকালে ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে এক সংবাদ সম্মেলন থেকে এই দাবি জানানো হয়।
নেতারা বলেন, সরকার কথায় কথায় বলে সব ধর্মের মানুষের সমান অধিকার আছে দেশে। এই সিদ্ধান্ত সেই কথার পরিপন্থী বলেও জানান নেতারা।
তারা বলেন, নির্বাচন কমিশন এক জনগোষ্ঠীর ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছে। ইসি নয় প্রধানমন্ত্রীর প্রতি তাদের আস্থা আছে যে তিনি ভোটের তারিখ পরিবর্তনে ব্যবস্থা নেবেন। হিন্দুজোট নেতারা বর্তমান নির্বাচন কমিশনের পদত্যাগও দাবি করেন।
Leave a reply