ঢাকা সিটি নির্বাচনে ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই ছড়ালো উত্তাপ। রাজধানীর নয়াপল্টনে সংঘর্ষে জড়িয়েছে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকরা।
শনিবার সকালে ভোট শুরুর পর থেকেই নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অবস্থান নিয়ে ছিল বিএনপির নেতা-কর্মীরা। সন্ধ্যার দিকে আওয়ামী লীগের একটি মিছিল পশ্চিম দিক (পল্টনের দিক) থেকে এগিয়ে এলে বিএনপিকর্মীরা ‘ভোট চোর’সহ নানা উত্তেজনাকর স্লোগান তুলে। এই সময় দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। পরস্পরের দিকে ইট-পাটকেল ছুড়তে থাকে। এক পর্যায়ে পুলিশ এসে দুই পক্ষকে দুই দিকে হটিয়ে দেয়। তারপরও কিছু সময় ঢিল ছোড়াছুড়ি চলতে থাকে। এসময় আহন হন যমুনা টেলিভিশনের ভিডিওজার্নালিস্ট শাহরিয়ার কবির সৈকত।
সংঘর্ষের সময় বিএনপি কার্যালয়ের ভেতরে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা ছিলেন।
Leave a reply