গত কয়েক বছর ধরে বিশ্বজুড়ে বেড়েই চলেছে অস্ত্র ব্যবসা আর সামরিক ব্যয়। সামরিক খাতে প্রতিবছর ৩ লাখ কোটি ডলার ব্যয় করছে দেশগুলো। আর অস্ত্র ব্যবসায় সবার উপরে রয়েছে আমেরিকা। ব্যবসার ৮০ শতাংশই নিয়ন্ত্রণ করছে অর্থনৈতিক ও সামরিক পরাশক্তি বলে পরিচিত দেশটি। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক রিপোর্টে এ তথ্য উঠে এসেছে। খবর সিএনবিসির।
বিশিষ্টজন থেকে রাষ্ট্রনেতা, বিশ্বজুড়ে শান্তির কথা বলছেন সবাই। কিন্তু বাস্তবে এর তেমন কোনো প্রভাব পড়ছে না। সম্প্রতি স্টকহোমের আন্তর্জাতিক শান্তি গবেষণা কেন্দ্র প্রকাশিত রিপোর্ট বলছে, ২০১৭ সালের তুলনায় ২০১৮ সালে পৃথিবীময় অস্ত্র ব্যবসা বেড়েছে ৪.৬ শতাংশ। সেখানে দেখা যাচ্ছে ২০০২ সালের তুলনায় ২০১৮ সালে গোটা পৃথিবীতে অস্ত্র ব্যবসার পরিমাণ বেড়েছে ৪ দশমিক ৭ শতাংশ। ২০১৮ সালে বিশ্বের প্রধান ১০০টি অস্ত্র প্রস্তুতকারী সংস্থা ৪২০ বিলিয়ন মার্কিন ডলারের ব্যবসা করেছে।
২০১৭ সালের তুলনায় যা অনেকটাই বেশি। শুধু তাই নয়, সংস্থাটি জানিয়েছে, তথ্য না পাওয়ার কারণে এ রিপোর্টে চীনের অস্ত্র প্রস্তুতকারী সংস্থাগুলোর উল্লেখ করা হয়নি। সেই সংখ্যাটি যোগ করলে শতাংশের হিসাব আরও অনেকটাই বেড়ে যাবে বলে বিশেষজ্ঞদের দাবি। রিপোর্টে বলা হয়েছে, অস্ত্র ব্যবসা সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে আমেরিকায়। সেখানে প্রথম পাঁচটি অস্ত্র প্রস্তুতকারী সংস্থা গত এক বছরে সর্বাধিক ব্যবসা করেছে। ইউরোপের সংস্থাগুলোর ব্যবসা গত বছরের তুলনায় বাড়েনি, বরং শতাংশের হিসাবে সামান্য কমেছে। রাশিয়ার সংস্থাগুলোরও ব্যবসা পড়েছে ০ দশমিক ৪ শতাংশ।
Leave a reply