খালেদা জিয়ার মুক্তি ইস্যুতে বল এখন সরকারের কোর্টে: ফখরুল

|

খালেদা জিয়ার মুক্তি ইস্যুতে বল এখন সরকারের কোর্টে। সরকারের উপরই নির্ভর করে অসুস্থ খালেদা মুক্তি পাবেন কিনা এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের যৌথসভা শেষে তিনি অভিযোগ করেন, সরকার পরিকল্পিতভাবে খালেদা জিয়াকে হত্যার চেষ্টা করছে।

মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়া যে মামলায় সাজা ভোগ করছেন, তেমন মামলায় জামিন পাওয়া সাংবিধানিক অধিকার। আদালত খালেদা জিয়া’র মুক্তির বিষয়ে সুবিচার করেনি বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল।

তিনি জানান, খালেদা জিয়ার মুক্তির দাবিতে আগামী ১৫ ফেব্রুয়ারি দুপুর ২টায় নয়াপল্টনে সমবেত হয়ে প্রেসক্লাব পর্যন্ত বিক্ষোভ মিছিল করবে দলের নেতাকর্মীরা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply