গোপালগঞ্জ ও রাঙ্গামাটিতে সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত হয়েছেন। এরমধ্যে গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস চাপায় নসিমনের ৫ যাত্রীর প্রাণ গেছে।
পুলিশ জানায়, সকালে খুলনা থেকে ঢাকাগামী ফাল্গুনী পরিবহনের একটি বাস পোনা বাসস্ট্যান্ড এলাকায় নসিমনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন নসিমনের এক যাত্রী। আহতদের হাসপাতালে নেয়া হলে আরও ৪ জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহত ৫ জনকে ফরিদপুর মেডিকেলে ভর্তি করা হয়েছে। হতাহতরা সবাই শ্রমিক। তাদের বাড়ি কাশিয়ানীর পারুলিয়া ইউনিয়নে। এদিকে, রাঙ্গামাটির সাতছড়িতে পিকনিক বাস উল্টে নিহত হয়েছেন একজন। আহত হয়েছেন অন্তত ২০ জন।
এছাড়া, জামালপুরের বকশীগঞ্জে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।
Leave a reply