পুঁজিবাজারে সরকারি কোম্পানির শেয়ারের বিষয় তদারকি করবে সরকার

|

সরকারি মালিকানাধীন কোম্পানিগুলোর শেয়ার পুঁজিবাজারে নিয়ে আসার বিষয়টি তদারকি করবে সরকার। এর জন্য একটি তদারকি কমিটি গঠন করা হয়েছে। সাত সদস্যবিশিষ্ট এই কমিটির সভাপতি করা হয়েছে অর্থ বিভাগের অতিরিক্ত সচিবকে।

অর্থ বিভাগ থেকে জারি করা একটি প্রজ্ঞাপনে বলা হয়, এই কমিটির তিনটি কার্যপরিধি নির্ধারণ করে দেয়া হয়েছে। এগুলো হলো, সংশ্লিষ্ট কোম্পানিগুলো পুঁজিবাজারে নিয়ে আসার লক্ষ্যে গৃহীত সব কার্যক্রমের নিবিড় তদারকি। গৃহীত কার্যক্রমের অগ্রগতি পাক্ষিক পর্যালোচনা এবং অর্থমন্ত্রীকে নিয়মিত অবহিতকরণ।

সিকিউরিটিজ আইন অনুযায়ী, পুঁজিবাজারে শেয়ার অফলোডের জন্য একটি কোম্পানিকে পরপর দুই বছর মুনাফা অর্জন করতে হয়। এ পরিপ্রেক্ষিতে, সরকারি ১৫টি কোম্পানি লাভজনক করার লক্ষে কোম্পানিগুলোকে লাভজনক করতেও সুপারিশ করবে এই কমিটি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply