রাজধানীর মগবাজারে একটি ভবনের গ্যারেজে আগুনের ঘটনায় এক শিশু ও নারীসহ তিনজন মারা গেছেন। নিহত সবাই ধোঁয়ায় দম বন্ধ হয়ে মারা যায় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
এ ঘটনায় দগ্ধ আরও ৫ জনকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। ৫ তলা ওই ভবনে ভোরে আগুন লাগে। ভোর সোয়া ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসলে ভবনের তিন তলার সিড়িতে শিশু ও নারীর মরদেহ মেলে। আর গ্যারেজের ভেতর একটি মরদেহ খুঁজে পায় ফায়ার সার্ভিস। গ্যারেজে গার্মেন্টস সামগ্রী উৎপাদন হতো বলে জানা গেছে। ভবনের এক বাসিন্দার ধারণা, বিদ্যুতের শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। পরে ঐ আগুনেই বিস্ফোরিত হয় একটি গাড়ির সিলিন্ডার। বেড়ে যায় আগুনের তীব্রতা। পুরোপুরি পুড়ে যায় গ্যারেজে থাকা তিনটি প্রাইভেটকার ও দু’টি মোটরসাইকেল।
Leave a reply