সিরিয়ায় তুরস্কের ড্রোন হামলায় প্রাণ গেছে ১৯ সেনার। সোমবার সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে এ তথ্য।
যুক্তরাজ্যভিত্তিক সংস্থাটি জানায়, ইদলিবে সিরিয় সেনাদের একটি ঘাঁটি ও বহরকে টার্গেট করে চালানো হয় হামলা। রোববার দুটি সিরিয় ফাইটার জেটও ভূপাতিত করে তুরস্ক। প্যারাসুট নিয়ে জীবন বাঁচায় জেটের দুই পাইলট।
তবে, এ ঘটনার কড়া জবাবের হুঁশিয়ারি দেয় সিরিয় সরকারের সমর্থক রাশিয়া। জানায়, তুর্কি বিমানও নিরাপদ নয় সিরিয় আকাশসীমায়।
অন্যদিকে, তুরস্কের ৩টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে সিরিয়া।
Leave a reply