কাজে যোগ দিলেন মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন

|

কাজে যোগ দিলেন মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন। সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাকে স্বাগত জানান কর্মকর্তারা।

রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই কর্মদিবস শুরু করেন মুহিউদ্দিন। অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের অঙ্গীকার করেন তিনি।

শনিবার মুহিউদ্দিন ইয়াসিনকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন রাজা সুলতান আব্দুল্লাহ সুলতান আহমদ শাহ। রোববার শপথ নেন তিনি।

এর আগে মাহাথির সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন মুহিউদ্দিন। প্রধানমন্ত্রী পদে প্রার্থী করতে উপ-প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের দল পিকেআরের ১১ জন আইনপ্রণেতা সমর্থন দেয় তাকে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply