ভারতে একদিনের ব্যবধানে ২৩ জনের করোনাভাইরাস

|

ভারতে একদিনের ব্যবধানে ২৩ জনের শরীরে মিলেছে কোভিড নাইনটিনের উপস্থিতি। সব মিলিয়ে, দেশটিতে ভাইরাস সংক্রমিত রোগীর সংখ্যা দাঁড়ালো ২৯ জনে।

নতুনভাবে শনাক্তদের সবাই দিল্লি, আগ্রা ও জয়পুরের। এদের মধ্যে মোবাইল ব্যাংকিং সার্ভিস ‘পেটিএম’র এক কর্মকর্তাও রয়েছেন। প্রতিষ্ঠানটি দ্রুত পদক্ষেপ নেয়ার ঘোষণা দিয়েছে। এছাড়া, ইতালির ১৫ পর্যটক এবং তাদের ট্যুর গাইডকে চিকিৎসা দেয়া হচ্ছে জয়পুরের হাসপাতালে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, গেলো দু’মাসে ভারতের ২১টি বিমানবন্দর ও স্থলবন্দরগুলোয় ১৬ লাখের বেশি মানুষকে স্ক্রিনিংয়ের আওতায় আনা হয়েছে। ইতালি, ইরান, দক্ষিণ কোরিয়া ও জাপান থেকে ভারতে আসতে ইচ্ছুকদের ভিসা বাতিল করেছে মোদি প্রশাসন।

এদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হোলি’র মতো জনপ্রিয় অনুষ্ঠান বর্জনের ঘোষণা দেয়ার পর, অনেক রাজনীতিকই তার পথ অনুসরণ করছেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply