রাজধানীর গুলশানে মারামারির ঘটনায় শেষ পর্যন্ত মারাই গেলেন ব্যবসায়ি শাহজাদ খান খায়রুল। মঙ্ঘলবার দিবাগত রাত সোয়া ২টার দিকে গুলশানের হোটেল সুইটড্রিমসে এ ঘটনা ঘটে।
হোটেল সুইটড্রিমসের ব্যবস্থাপক এইচ এম মানিক জানান, ৪ তলার এই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া শেষে বেরিয়ে পড়েন শাহজাদ খান।
ঘটনার সিসি ক্যামেরার ফুটেজ হাতে এসেছে যমুনা টেলিভিশনের। সেখানে দেখা যায় মারামারি হয়েছে হোটেলটির সামনে। ১৬ তলার বার থেকে একসঙ্গে লিফটে ওঠেন ৫ জন। একসাথে বাইরে এসে কথাকাটির একপর্যায়ে পড়ে যান শাহজাদ।
গুলশান জোনের উপ পুলিশ কমিশনার সুদীপ কুমার চক্রবর্ত্তী জানান, সিসি ক্যামেরার ফুটেজ দেখে তার সাথে থাকা বাকি চারজনকে খুঁজছে পুলিশ। শিগগিরই হত্যার মোটিফ উদঘাটন করা হবে। পুরো বিষয়টি রহস্যজনক। সংশ্লিষ্টদের লাগাতার জিজ্ঞাসাবাদও চলছে।
উল্লেখ্য, গতকাল রাত ১০ টায় ব্যবসায়ী শাহজাদ খানসহ ৫ জন হোটেল সুইটড্রিমসে যান। ছিলেন ১৬ তলার বারে। রাত সোয়া ২টার দিকে একসাথে ৫ জনই বের হন। তবে হঠাৎ হোটেলের নিচে দাঁড়িয়ে থাকা অবস্থায় হাতাহাতি আর মারামারি বাধে নিজেদের মধ্যে। এসময় হুট করে পড়ে যান শাহজাদ খান।
Leave a reply