বিশ্বব্যাপী করোনাভাইরাস সংক্রমণের আতঙ্কে এবার নিজেদের সন্ত্রাসীদের প্রতি করোনা প্রতিরোধে নির্দেশনা জারি করলো সন্ত্রাসী সংগঠন আইএসআইএস। খবর ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইল এর।
ডেইলি মেইল জানায়, আইএস’র নিজস্ব সংবাদপত্র আল-নাবা’য় নিজেদের সদস্যদের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে বেশ কিছু নির্দেশনা দিয়েছে সন্ত্রাসী সংগঠনটি। এরমধ্যে রয়েছে- আক্রান্ত ব্যক্তি থেকে নিরাপদ দুরুত্বে থাকা, খাবার পূর্বে ভালোভাবে হাত ধোয়া, আক্রান্ত এলাকা সমূহ ভ্রমণ করা থেকে বিরত থাকা এবং বিশ্বব্যাপী করোনা মোকাবেলায় বিভিন্ন দেশের সরকার ও স্বাস্থ্যবিভাগ যে নির্দেশনা দিয়েছে তা মেনে চলা।
ডেইলি মেইল জানায়, করোনা মোকাবেলায় সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস ও তার কাছে এ ভাইরাস থেকে মুক্তি পাওয়ার জন্য প্রার্থনা করার নির্দেশনাও দেয়া হয় আইএস’র পক্ষ থেকে।
বর্তমানে আইএস অধিকৃত বিভিন্ন এলাকায় করোনাভাইরাসের উপস্থিতি পাওয়ার পরই এমন নির্দেশনা জারি করলো সন্ত্রাসী সংগঠনটি।
Leave a reply