প্যারালাইজড স্বামীর চিকিৎসা খরচ মেটাতে নবাজাতককে মাত্র চল্লিশ হাজার রুপিতে বিক্রি করে দিলেন এক মা। এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে ভারতের উত্তর প্রদেশে।
হর্ষরূপ সিং একজন দিনমজুর, ৯ সদস্যের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার ওপর রয়েছে অসুস্থ পিতামাতা। গত অক্টোবরে একটি দুঘর্টনায় স্পাইনাইল কর্ড ভেঙে বিছানায় পড়ে যান হর্ষরূপ। চিকিৎসার খরচ অনেক। একমাত্র বসতভিটেটা বন্ধক রেখে কিছু অর্থ পান। তাতেও চিকিৎসা ব্যয় মেটাতে পারছিলোনা এই দরিদ্র পরিবার। আয় রোজগার বন্ধ হয়ে যাওয়ায় পরিবারের ভরণপোষণ করাই দায়, তার ওপর চিকিৎসার খরচ। শেষ পর্যন্ত আর কোন উপায় না পেরে হর্ষরূপ সিং ও তার স্ত্রী সানজু তাদের ১৫ দিনের সন্তানকেই বিক্রি করার সিদ্ধান্ত নেয়। নিঃসন্তান এক দম্পত্তি মাত্র চল্লিশ হাজার রুপিতে কিনে নেয় তাদের সন্তান।
এমন খবর চাউর হলে প্রশাসন-পুলিশ উদ্যোগী হয়ে শিশুটিকে উদ্ধার করে আবার হর্ষরূপের পরিবারের কাছে ফিরিয়ে দেয়। স্থানীয় সরকারের পক্ষ থেকে হারসরুপ সিং এর চিকিৎসা খরচ বহন করার ঘোষণা দেয়া হয়। একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলে এই পরিবারের জন্য সাহায্য ফান্ড খোলা হয়েছে।
টিবিজেড/
Leave a reply