বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারী করোনা সংক্রমণের ভয়ে অনেক প্রতিষ্ঠান কর্মীদের বাড়িতে থেকে কাজ করার অনুরোধ করেছে আবার অনেকেই বাধ্যতামূলক হোম অফিস দিয়েছে নিজ কর্মীদের। এ ব্যবস্থা বর্তমান সময়ের জন্য জরুরি, তবে এর ঝুঁকিও আছে। কেননা বাসা থেকে কাজ করা মানে অনেক ধরনের নেটওয়ার্ক, অনিরাপদ পিসি আর অনেক ধরনের সাইবার থ্রেট। এ সুযোগে একটি চক্র তথ্য চুরি করে বেড়াচ্ছে। তাই যারা বাসা থেকে কাজ করছেন তাদের কিছু সাবধানতা অনুসরণ করা উচিত।
যেসব নিয়ম মেনে চলা জরুরি
* পেশাগত কাজ করার সময় ব্যক্তিগত কাজে কম্পিউটার ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে।
* সন্দেহজনক যে কোনো ই-মেইল ওপেন করা থেকে বিরত থাকতে হবে।
* করোনাভাইরাসের সচেতনতা বিষয়ক মেইল লিঙ্ক বা ফাইল পেয়ে থাকলে সেগুলো এড়িয়ে যেতে হবে এমনকি স্পাম বক্সে দিয়ে দেয়াই শ্রেয়। নির্ভরযোগ্য সূত্র থেকে মনে হলেও এ ধরনের মেইল খুলেও দেখা যাবে না।
* কম্পিউটারে অ্যান্টিভাইরাস আপডেটেড আছে কিনা নিশ্চিত করুন।
* খুব বাজে পরিস্থিতি মোকাবেলায় সতর্কতা হিসেবে সর্বশেষ কাজের ব্যাকআপ রাখা।
* কম্পিউটারে অবশ্যই পাসওয়ার্ড ব্যবহার সুরক্ষিত রাখবেন। মনে রাখতে হবে এটি পেশাগত কাজের জন্য ব্যবহৃত হয় সুতরাং ব্যক্তিগত কাজে বাড়ির অন্য সদস্যরা যেন ব্যবহার থেকে বিরত থাকে।
* সিকিউরিটি সম্পর্কিত কাজ অথবা অত্যন্ত গোপনীয় কাজ হলে এনক্রিপশান টুল ইন্সটল করে বাড়তি নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
* নিরাপদ অথেনটিকেশন সিস্টেম ব্যবহার করতে হবে।
* ইমার্জেন্সি যাদের সঙ্গে যোগাযোগ করতে হবে তাদের ফোন নম্বর এবং বিকল্প যোগাযোগ ব্যবস্থা সংগ্রহে রাখা উচিত।
Leave a reply